এই নম্বর সেভ করলেই কেল্লাফতে! হোয়াটসঅ্যাপে নিমেষে হাতে আসবে আধার কার্ডের PDF – এবেলা

এবেলা ডেস্কঃ
আধার কার্ড এখন আর শুধু একটি পরিচয়পত্র নয়, প্রায় সব সরকারি ও বেসরকারি কাজেই এটি অপরিহার্য। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া, এমনকি ভ্রমণের ক্ষেত্রেও আধার কার্ডের প্রয়োজন হয়। এতদিন আধার কার্ড ডাউনলোড করতে গেলে ইউআইডিএআই (UIDAI) ওয়েবসাইট বা এম-আধার (mAadhaar) অ্যাপের শরণাপন্ন হতে হতো। কিন্তু এবার সেই ঝক্কি আর রইল না।
কেন্দ্রীয় সরকার নাগরিকদের জন্য আধার ডাউনলোড প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে। এখন থেকে কেবল হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠিয়েই আপনি আপনার ই-আধার (e-Aadhaar) পেয়ে যাবেন। মাইগভ হেল্পডেস্ক (MyGov Helpdesk) চ্যাটবটের মাধ্যমে চালু হওয়া এই নতুন পরিষেবা কোটি কোটি মানুষের জন্য বড় স্বস্তি বয়ে এনেছে। এখন থেকে যেকোনো ব্যক্তি তার আধার-সংযুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যাটে আধার কার্ডের পিডিএফ ফাইল পেতে পারেন। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ সুরক্ষিত এবং ডিজিলকার (DigiLocker) প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত আধার কার্ড সরবরাহ করা হয়।
হোয়াটসঅ্যাপে আধার কার্ড পেতে যা যা প্রয়োজন
- আপনার আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর।
- ডিজিলকার অ্যাকাউন্ট (আধার কার্ডের সঙ্গে ডিজিলকার অ্যাকাউন্টের লিঙ্ক থাকা আবশ্যক)।
- হোয়াটসঅ্যাপে মাইগভ হেল্পডেস্কের অফিসিয়াল নম্বরটি (+91 9013151515) সেভ করা থাকতে হবে।
আধার ডাউনলোড করার সহজ পদ্ধতি
- প্রথমে আপনার মোবাইলে +91 9013151515 নম্বরটি সেভ করুন।
- এরপর হোয়াটসঅ্যাপ খুলে এই নম্বরে ‘Hi’ বা ‘Namaste’ লিখে মেসেজ পাঠান।
- ফিরতি মেসেজে আপনাকে কয়েকটি বিকল্প দেখানো হবে, সেখান থেকে ‘DigiLocker Services’ বেছে নিন।
- এরপর ১২ অঙ্কের আধার নম্বর লিখুন এবং চ্যাটে পাঠান।
- আপনার আধার-সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে, সেটি চ্যাটে ইনপুট করুন।
- যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে চ্যাটবট আপনার ডিজিলকার অ্যাকাউন্টে থাকা সমস্ত ডকুমেন্টের তালিকা দেখাবে।
- সেখান থেকে ‘Aadhaar Card’ অপশনটি বেছে নিলেই আপনার কাছে ই-আধার কার্ডের পিডিএফ ফাইল চলে আসবে।
পিডিএফ ফাইলের পাসওয়ার্ড
ডাউনলোড করা আধার পিডিএফটি সুরক্ষিত থাকে। এটি খুলতে একটি পাসওয়ার্ডের প্রয়োজন হয়। পাসওয়ার্ডটি হলো আপনার নামের প্রথম চারটি বড় হাতের অক্ষর এবং আপনার জন্মসাল। যেমন—যদি আপনার নাম সুরেশ কুমার এবং জন্মসাল ১৯৯০ হয়, তাহলে পাসওয়ার্ড হবে SURE1990।
মনে রাখবেন
- শুধুমাত্র অফিসিয়াল মাইগভ হেল্পডেস্ক নম্বরেই মেসেজ করুন।
- ওটিপি কারও সঙ্গে শেয়ার করবেন না।
- আধার পিডিএফ ফাইলটি অপ্রয়োজনে কাউকে পাঠাবেন না।
- যদি আপনার আধার কার্ড ডিজিলকারের সঙ্গে যুক্ত না থাকে, তবে প্রথমে ডিজিলকার ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে তা যুক্ত করে নিন।