গাড়ির হর্ন ভেবেছিলেন, কাছে আসতেই শিউরে উঠলেন! ৭০ বছরের বৃদ্ধার ওপর আছড়ে পড়ল বিশাল পশু – এবেলা

এবেলা ডেস্কঃ
ভোরবেলায় প্রতিদিনের মতো বাড়ির বাইরে বেরিয়েছিলেন শান্তি দেবী। বয়স ৭০ পেরিয়েছে, কিন্তু শরীর সচল রাখতে সকালে একটু হাঁটাচলা করেন। সেদিনও তাই করছিলেন। আচমকাই পিছন থেকে একটি দ্রুত গতির শব্দ শুনতে পান। গাড়ির হর্ন ভেবেছিলেন, কিন্তু কাছে আসতেই বুঝতে পারেন, সেটি কোনও গাড়ি নয়, বিশাল এক ষাঁড়। কিছু বুঝে ওঠার আগেই ষাঁড়টি তাঁকে সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়েন তিনি।
ঘটনাটি উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার দনকৌর এলাকার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বিপথগামী ষাঁড় প্রায়শই ওই এলাকায় ঘোরাফেরা করত এবং একাধিকবার গ্রামের বাসিন্দাদের আক্রমণ করেছে। অভিযোগ, প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। বুধবার সকালে ওই ষাঁড়টির শিকার হন শান্তি দেবী। ষাঁড়ের সিং তাঁর পেটে ঢুকে যায়, যার ফলে গুরুতর জখম হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবারের সদস্যরা জানান, তাঁরা বারবার প্রশাসনের কাছে এই ষাঁড়টিকে ধরার আবেদন জানিয়েছিলেন, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনায় পুরো গ্রামে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, দ্রুত যদি এই ধরনের বিপথগামী পশুদের আটকানো না হয়, তাহলে আরও বড় বিপদ ঘটতে পারে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের উদাসীনতার কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।