শহরের এক সাধারণ ফ্যাশন! রেখার সিঁদুর রহস্যের জবাবে হতবাক হয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি – এবেলা

এবেলা ডেস্কঃ

রেখার সিঁথিতে সিঁদুর প্রায়শই দেখা যায়, যা বহু বছর ধরে তার ব্যক্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ। একসময় এই সিঁদুর নিয়েই তৎকালীন রাষ্ট্রপতি নীলম সঞ্জীবা রেড্ডি এক কৌতুহলোদ্দীপক প্রশ্ন করেন তাকে। রেখাকে তিনি জিজ্ঞাসা করেন, “আপনি কেন সিঁথিতে সিঁদুর পরেন?” এই প্রশ্নের জবাবে যা বলেছিলেন রেখা, তা শুনে অবাক হয়েছিলেন সবাই।

একথা বলতে গিয়ে রেখা জানান, “আমি যে শহর থেকে এসেছি সেখানে সিঁথিতে সিঁদুর পরা খুব সাধারণ একটি বিষয়, এটা সেখানে এক ধরনের ফ্যাশন।” তার এই উত্তর সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

রেখা বরাবরই বিশ্বাস করেন, তিনি কেবল একজন তারকা নন, একজন শিল্পী। তার কাছে প্রতিটি ভূমিকাই গুরুত্বপূর্ণ। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘খুন ভরি মাঙ’ থেকে শুরু করে ‘নাগিন’, ‘মুকাদ্দর কা সিকন্দর’, ‘খুবসুরত’, ‘উমরাও জান’-এর মতো অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।

নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই খোলামেলা থেকেছেন রেখা। সিমী গারেওয়ালের শোতে তিনি নিজের ইচ্ছে সম্পর্কে বলেছিলেন, তিনি একজন অভিনেত্রী হতে চাননি, বরং তার ইচ্ছা ছিল কেবল ঘর-সংসার করা। তিনি আরও জানান যে তিনি কখনওই নিজের মনের কথা খোলাখুলি বলতে পারেননি। জীবনের প্রতি পদে তিনি নিজেকে চ্যালেঞ্জ করেছেন। সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডস ২০২৪-এ তার ২৫ মিনিটের নিরবচ্ছিন্ন পারফরম্যান্স তারই প্রমাণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *