শহরেই তৈরি হচ্ছে দ্বিতীয় বিশ্ব বাংলা গেট! নতুন উপহারের অপেক্ষায় আলিপুরদুয়ার – এবেলা

এবেলা ডেস্কঃ
পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে আলিপুরদুয়ার। কলকাতার বিশ্ব বাংলা গেটের আদলে এবার উত্তরবঙ্গের এই শহরেও তৈরি হচ্ছে তিনটি আকর্ষণীয় গেট। আলিপুরদুয়ার পুরসভার উদ্যোগে এই বিশেষ সৌন্দর্যায়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শহরের তিনটি প্রধান প্রবেশদ্বারে এই গেটগুলি তৈরি হবে।
আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর জানিয়েছেন, শহরের তিনটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ— শোভাগঞ্জ মোড়, কালজানি ব্রিজ ও দমকল কেন্দ্রের সামনে এই গেটগুলি বসানো হবে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনটি গেটের নকশা প্রকাশ করা হয়েছে। চেয়ারম্যান জানান, এই গেট তৈরির জন্য ই-টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যে এই গেটগুলি শহরের মানুষকে উপহার হিসেবে তুলে দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
তবে এই তিনটি গেট নির্মাণে কত খরচ হবে, তা এখনই স্পষ্ট করে জানাননি বাবলু কর। তাঁর মতে, খরচ আগে থেকে জানিয়ে দিলে ঠিকাদাররা সেই অনুযায়ী দরপত্র জমা দেবেন। খরচ যাই হোক না কেন, পুরসভা নিজস্ব তহবিল থেকেই এই প্রকল্পের কাজ সম্পন্ন করবে বলে তিনি জানিয়েছেন।
শুধুমাত্র গেট তৈরি নয়, আলিপুরদুয়ার শহরকে পর্যটনবান্ধব করে তুলতে আরও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঝিল সংস্কার ও নতুন পার্ক তৈরির মতো পরিকল্পনা। পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা দিলীপ রায় বলেন, “আলিপুরদুয়ার পর্যটনের শহর হিসেবে পরিচিত। শহরকে নতুন করে সাজিয়ে তোলার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।” তিনি আরও বলেন, ঝিলের পাশে পার্ক, রেস্টুরেন্ট, হাঁটার পথ ও শিশুদের খেলার জায়গা তৈরি করলে কর্মসংস্থান আরও বাড়বে।