শামিকে নিয়ে কেন কিছুই জানে না বোর্ড? আগরকরের মন্তব্যে দানা বাঁধছে রহস্য! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় ক্রিকেটের মহাতারকা পেসার মহম্মদ শামিকে নিয়ে তৈরি হয়েছে এক নতুন বিতর্ক। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকেও বাদ পড়েছেন তিনি। কিন্তু নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের একটি মন্তব্য ঘিরে এই বিতর্ক এখন তুঙ্গে। আগরকর জানান, মহম্মদ শামি সম্পর্কে বোর্ডের কাছে ‘কোনও নতুন তথ্য নেই’।

প্রথম সারির একজন আন্তর্জাতিক ক্রিকেটারের শারীরিক অবস্থা এবং প্রস্তুতির বিষয়ে বোর্ডের কাছে কেন কোনো তথ্য থাকবে না, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। আগরকর বলেন, “আমার কাছে কোনো তথ্য নেই। ও দলীপ ট্রফিতে খেলেছে। তবে গত দু-তিন বছরে খুব বেশি ক্রিকেট খেলেনি। পারফর্মার হিসেবে আমরা জানি সে কী করতে পারে। কিন্তু সবার আগে ওকে ক্রিকেট খেলতে হবে।”

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সত্ত্বেও শামি সম্পর্কে এমন উদাসীনতা কেন, তা নিয়ে অনেকেই অবাক। গত আগস্টে দলীপ ট্রফির শেষ দিনে চোটের কারণে খেলতে পারেননি শামি। সেই সময় তাঁর চোটকে হালকা হিসেবেই দেখা হয়েছিল। এরপর জানা যায়, এখন তিনি সম্পূর্ণ ফিট। তাহলে কি শুধু চোটের কারণে শামি দল থেকে বাদ পড়েছেন? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ?

দলীপ ট্রফিতে শামির পারফরম্যান্সও ছিল আশানুরূপ নয়। ২৩ ওভারে তিনি ১০০ রান দিয়ে মাত্র একটি উইকেট নিয়েছিলেন। এই পারফরম্যান্স এবং বোর্ডের মন্তব্যের ফলে শামির জাতীয় দলে ফেরা নিয়ে তৈরি হয়েছে এক বড়সড় প্রশ্নচিহ্ন। সামনেই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ। সেখানে কি শামির জায়গা হবে? এই প্রশ্নের উত্তর পাওয়া এখন বেশ কঠিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *