শাহরুখের জাতীয় পুরস্কারেও রাজনীতির ছোঁয়া, কেন এতদিন তাঁকে সম্মান দেওয়া হয়নি? প্রশ্ন তুলছে কংগ্রেস-বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ
বিনোদন জগতের সর্বোচ্চ সম্মানগুলোর মধ্যে অন্যতম হলো জাতীয় পুরস্কার। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করার পর অবশেষে সেই সম্মান পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। কিন্তু এই জাতীয় পুরস্কারপ্রাপ্তি নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেস এবং বিজেপি একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলে বলছে, ‘কেন এতদিন এই সম্মান দেওয়া হয়নি?’
‘জওয়ান’ ছবিতে অভিনয়ের জন্য মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেন শাহরুখ। এর পরই এই ইস্যুতে রাজনীতি ঢুকে পড়ে। প্রাক্তন বিজেপি বিধায়ক রাজ পুরোহিত দাবি করেন, কংগ্রেস সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলেও শাহরুখকে কোনও পুরস্কার দেওয়ার কথা ভাবেনি। তাঁর কথায়, বিজেপি কেবল শিল্পীর প্রতিভা এবং পারফরম্যান্সের ওপর গুরুত্ব দেয়, ধর্ম দেখে না। শাহরুখের এই পুরস্কার পাওয়াই তার প্রমাণ।
তবে বিজেপির এই দাবি উড়িয়ে দিয়েছেন মহারাষ্ট্রের বিধান পরিষদের কংগ্রেস সদস্য ভাই জগতাপ। তিনি পালটা প্রশ্ন তুলেছেন, ‘গত ১১ বছর ধরে তো শাহরুখকে জাতীয় পুরস্কার দেওয়া হয়নি। তাহলে এখন কেন? আসন্ন বিহার ও মহারাষ্ট্রের নির্বাচন কি এর নেপথ্যে রয়েছে?’ তাঁর মতে, শাহরুখ ভারতীয় সংস্কৃতির সম্পদ। কিন্তু যে রাজনৈতিক পরিস্থিতিতে এই পুরস্কার দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তিনি আরও বলেন, শুধুমাত্র ভোটের কথা মাথায় রেখেই শাহরুখকে এই সম্মান দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘জিরো’ ছবির পর চার বছরের বিরতি ভেঙে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’-র মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন শাহরুখ। কিন্তু তাঁর এই জাতীয় পুরস্কারপ্রাপ্তি নিয়েও দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে দোষারোপের পালা।