ঘরের দোরগোড়ায় হঠাৎ ‘সেলেব-বিধায়ক’! পুজোয় কাঞ্চন মল্লিককে দেখে চমকে উঠলেন উত্তরপাড়ার বাসিন্দারা – এবেলা

এবেলা ডেস্কঃ
হাজারো বিতর্ক ও দলের অভ্যন্তরে বিরোধিতা সত্ত্বেও এবার একেবারেই ভিন্ন মেজাজে ধরা দিলেন উত্তরপাড়ার তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক। দুর্গাপুজোর প্রাক্কালে তিনি যেন হয়ে উঠলেন ‘পাশের বাড়ির ছেলে’। চতুর্থীর দিন তিনি নিজের বিধানসভা এলাকার কোন্নগরের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন পুজোর উপহার হাতে। উদ্দেশ্য, সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া।
অভিনেতা থেকে বিধায়ক হওয়া কাঞ্চন মল্লিক মানুষের মুখে হাসি ফোটাতে ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন। মঞ্চ বেঁধে বা বড় অনুষ্ঠান করে নয়, একেবারে নিঃশব্দে তিনি কোন্নগরের ঘরে ঘরে পৌঁছে দেন নতুন বস্ত্র। বহু মানুষের আর্থিক সামর্থ্য না থাকায় পুজোয় নতুন জামা কেনার ইচ্ছা অপূর্ণ থেকে যায়। সেই বিষয়টি মাথায় রেখে তাঁর এই পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
বিধায়কের হাত থেকে উপহার পেয়ে আবেগাপ্লুত এক বৃদ্ধা জানান, “পুজোর আগে নতুন কাপড় পেয়ে আমরা খুবই খুশি। সকলেরই ইচ্ছা থাকে যে পুজোয় নতুন জামাকাপড় পরবেন। বিধায়ক এই সময় আমাদের পাশে এসে দাঁড়ানোয় খুবই ভালো লাগছে।”
এই প্রসঙ্গে কাঞ্চন মল্লিক বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সকলেরই এই আনন্দ উপভোগ করার অধিকার আছে। তাই আমি এই ছোট উদ্যোগটি নিয়েছি।” বিতর্ক পেরিয়ে তাঁর এই ‘জনসংযোগ’ নতুন করে আলোচনা শুরু করেছে রাজনৈতিক মহলে।