অজানা ভাষার মেসেজ নিয়ে চিন্তিত? নতুন ফিচারে এবার হোয়াটসঅ্যাপই করে দেবে সমস্যার সমাধান – এবেলা

এবেলা ডেস্কঃ

হঠাৎ আপনার হোয়াটসঅ্যাপে একটি অচেনা ভাষার মেসেজ এসেছে, যা আপনি বুঝতেই পারছেন না। অথবা কোনো প্রিয়জন হয়তো আপনাকে এমন কোনো ভাষায় মেসেজ পাঠিয়েছেন, যেখানে আপনি স্বচ্ছন্দ নন। এর আগে এই ধরনের পরিস্থিতিতে মেসেজটি বোঝার জন্য আপনাকে থার্ড-পার্টি ট্রান্সলেটর অ্যাপের সাহায্য নিতে হতো, যা বেশ ঝামেলার ছিল।

কিন্তু এবার সেই সমস্যার সমাধান নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ নিজেই। মেটা-পরিচালিত এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যা সরাসরি অ্যাপের মধ্যেই মেসেজ অনুবাদ করার সুবিধা দেবে। এর ফলে ব্যবহারকারীদের আর অন্য কোনো অনুবাদক অ্যাপে যেতে হবে না।

এই ফিচারটি কীভাবে কাজ করবে? যে মেসেজটি আপনি বুঝতে পারছেন না, সেটি লং প্রেস করে ধরে রাখলেই একটি ‘Translate’ অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করার পর আপনি বিভিন্ন ভাষার বিকল্প পাবেন। যে ভাষায় আপনি মেসেজটি অনুবাদ করতে চান, সেটি বেছে নিলেই মুহূর্তের মধ্যে তা আপনার সামনে চলে আসবে।

বর্তমানে আট থেকে আশি, সকলেই ব্যক্তিগত বা পেশাগত কাজে হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীল। তাই ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও আকর্ষণীয় করে তোলার জন্য সংস্থাটি নিয়মিত নতুন নতুন ফিচার যুক্ত করছে। এই নতুন অনুবাদ ফিচারটিও সেই প্রচেষ্টারই একটি অংশ, যা বিশ্বজুড়ে ভাষা-সংক্রান্ত বাধা দূর করতে সাহায্য করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *