ড. ইউনুসের মন্তব্যে ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন উত্তেজনা, ‘সাগর ভাগ করে নিতে পারি’ – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্যকে ‘ল্যান্ডলকড’ বা স্থলবেষ্টিত অঞ্চল আখ্যা দিয়ে বঙ্গোপসাগরের জল ভাগ করে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তাঁর মতে, এতে ভারত ও বাংলাদেশ উভয়ই লাভবান হবে।
ইউনুস জানান, এই মুহূর্তে ভারতের সঙ্গে বাংলাদেশের কিছু সমস্যা চলছে। তিনি অভিযোগ করেন, ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচার’ চালানো হচ্ছে। পাশাপাশি, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
ইউনুস আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি আমাদের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ। আমরা কেন নেপাল, ভুটান, বা ভারতের সেভেন সিস্টার্সের দিকে তাকাব না? তাদের কাছে সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই। বঙ্গোপসাগর তো এখানেই আছে, আমরা সবাই ভাগ করে নিতে পারি।’ তিনি মনে করেন, এর ফলে এই অঞ্চলগুলো বাকি বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে।
সার্ককে পুনরায় সক্রিয় করার পক্ষেও সওয়াল করেন ড. ইউনুস। তিনি বলেন, ‘সার্ক সক্রিয় না হলেও আমরা ‘মিনি সার্ক’ গঠন করতে পারি, যেখানে শুধু বাণিজ্যিক চুক্তি হবে, কোনো রাজনীতি থাকবে না।’ তিনি ভিসা-মুক্ত যাতায়াতের পক্ষেও জোর দেন, যা ইউরোপীয় ইউনিয়নের মতো একটি সহজ সম্পর্ক তৈরি করবে।
সবশেষে তিনি অভিযোগ করেন, ‘ওপার থেকে অনেক ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, দাবি করা হচ্ছে আমাদের এখানে ইসলামপন্থী আন্দোলন হয়েছে।’ তাঁর এই বিস্ফোরক মন্তব্য ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের বর্তমান অবস্থাকে আরও একবার স্পষ্ট করেছে।