তুমুল বৃষ্টিতেও থামল না ইতিহাস! কলকাতার হাসপাতালে এমন কী ঘটল যে প্রশংসায় পঞ্চমুখ চিকিৎসকরা? জানুন – এবেলা

এবেলা ডেস্কঃ

আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি। গোটা শহর জলমগ্ন। কিন্তু দুর্যোগের এই দিনেই এক নতুন ইতিহাস তৈরি করল কলকাতা। শহরের এক নম্বর সরকারি হাসপাতাল পিজি-তে (এসএসকেএম) এমন এক ঘটনা ঘটল, যা শুধু রাজ্য নয়, পূর্ব ভারতের সরকারি স্বাস্থ্যব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দিল।

ঠিক কী ঘটেছিল সেই দিন?

মঙ্গলবার প্রবল বৃষ্টির মধ্যেও পিজি হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে সম্পন্ন করলেন দুটি রোবটিক সার্জারি। এটি ছিল পূর্ব ভারতের সরকারি ক্ষেত্রের প্রথম রোবটিক সার্জারি। প্রথম অস্ত্রোপচারটি ছিল পিত্তথলির পাথর অপসারণের জন্য। দ্বিতীয়টিতে সম্পূর্ণ জরায়ু বাদ দেওয়া হয়। দুটি অস্ত্রোপচারই সম্পূর্ণ সফল হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আগামীকাল বুধবার ইউরোলজি বিভাগও আরেকটি রোবটিক সার্জারি করার পরিকল্পনা করেছে।

প্রথম রোগী ছিলেন মুর্শিদাবাদের রানিনগরের এক মাঝবয়সী মহিলা। প্রচণ্ড পেটব্যথা নিয়ে ভর্তি হওয়ার পর পরীক্ষা করে তাঁর পিত্তথলিতে একটি বড় পাথর ধরা পড়ে, যা ছিল প্রি-ক্যানসারাস। সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ দীপ্তেন্দ্র সরকার এবং সহকারী অধ্যাপক ডাঃ সিরাজ আহমেদ মাত্র ৩৫ মিনিটের মধ্যে চারটি ছোট ফুটো দিয়ে রোবটিক আর্ম ব্যবহার করে সফলভাবে ৩.২ সেন্টিমিটার আকারের পাথরটি বের করে আনেন।

এই অত্যাধুনিক রোবটটি প্রায় সাড়ে ছয় কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। এর সঙ্গে অপারেশন থিয়েটার ও অন্যান্য খরচ মিলিয়ে মোট ব্যয় হয়েছে প্রায় ৮ কোটি টাকা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই রোবটিক সার্জারির মাধ্যমে রোগীদের রক্তপাত কম হবে, দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং হাসপাতালে থাকার সময়ও কমে যাবে। এই নতুন প্রযুক্তি সরকারি হাসপাতালে চিকিৎসার মানকে কোথায় নিয়ে যায়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *