জম্মু-কাশ্মীরে কোন তিন আসনে নিশ্চিত জয় পাবে ইন্ডিয়া জোট? চতুর্থ আসন নিয়েই শুরু আসল লড়াই – এবেলা

এবেলা ডেস্কঃ
জম্মু-কাশ্মীরে অবশেষে ঘোষিত হলো রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ। দীর্ঘ চার বছর ধরে খালি পড়ে থাকা চারটি আসনে ভোট হবে দীপাবলির পর, আগামী ২৪ অক্টোবর। এই নির্বাচনের ফল সংসদের উচ্চকক্ষে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শক্তি বাড়াতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ, চারটির মধ্যে তিনটি আসনেই তাদের জয় প্রায় নিশ্চিত। তবে চতুর্থ আসন নিয়ে শুরু হয়েছে জোর লড়াই।
কেন তিন আসনে ইন্ডিয়ার জয় নিশ্চিত?
জম্মু-কাশ্মীরের বর্তমান বিধানসভায় ‘ইন্ডিয়া’ জোটের মোট ৫২ জন বিধায়ক রয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চারটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী জিততে হলে ৩০টি করে ভোট পেতে হবে। বাকি দুটি আসনে প্রয়োজন হবে ৪৫টি করে ভোট। ইন্ডিয়া জোটের ৫২ বিধায়ক থাকায়, দুটি আসনে ৪৫টি করে ভোট দিয়ে সহজেই নিজেদের প্রার্থীকে জেতাতে পারবে। এছাড়া আরও একটি আসনেও জয় নিশ্চিত তাদের। কিন্তু চতুর্থ আসনটি পেতে বেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।
কী হতে চলেছে চতুর্থ আসনটির ভবিষ্যৎ?
চতুর্থ আসনটি জিততে ৩০টি ভোটের প্রয়োজন। কিন্তু ইন্ডিয়া জোটের হাতে আটটি ভোট কম রয়েছে। অন্যদিকে, বিজেপির ২৮ জন বিধায়ক থাকায় তাদের মাত্র দুটি ভোট কম পড়ছে। এই পরিস্থিতিতে পিডিপি, আম আদমি পার্টি ও নির্দল বিধায়কদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মেহবুবা মুফতি, অরবিন্দ কেজরিওয়াল বা নির্দল বিধায়করা কোন দিকে যাবেন, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। যদি তারা ইন্ডিয়া জোটকে সমর্থন দেয়, তবে চতুর্থ আসনটিও তাদের দখলে চলে আসতে পারে।