পশ্চিমবঙ্গে বিরোধিতার পর এবার বিজেপি শাসিত আসামেও পুজোয় অনুদান, সত্যিটা কী? – এবেলা

এবেলা ডেস্কঃ
গুয়াহাটি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ার ঘোষণা করলে বিজেপি তার তীব্র সমালোচনা করেছিল। কিন্তু এবার সেই বিজেপি শাসিত রাজ্য আসামেই পুজোয় অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
আসামজুড়ে দুর্গাপুজোর প্রস্তুতি যখন তুঙ্গে, তখনই এই ঘোষণা আসে। হিমন্ত বিশ্বশর্মার সরকার এ বছর ৭ হাজার ৭১৭টি পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজ্যে সুষ্ঠুভাবে দুর্গাপুজো আয়োজনের জন্য এই অনুদান দেওয়া হচ্ছে। এর টাকা ইতিমধ্যেই জেলাশাসকের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলার মতোই আসামের মানুষও দুর্গাপুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। মানুষের এই আবেগকে গুরুত্ব দিয়েই রাজ্য সরকার পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিন পুজো ছাড়াও বিহু ও ভাওনা শিল্পের উন্নয়নের জন্যও অনুদান বরাদ্দ করা হয়েছে।