ইউক্রেন সীমান্তে কী করছেন ভারতীয় ছাত্র? রাশিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ পরিবারের – এবেলা

এবেলা ডেস্কঃ
রুশ-ইউক্রেন যুদ্ধের মাঝেই ফের এক ভারতীয় যুবককে যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। উচ্চশিক্ষার জন্য রাশিয়া গিয়েছিলেন উত্তরাখণ্ডের উধম সিং নগরের বাসিন্দা রাকেশ কুমার (৩০)। কিন্তু পরিবারের দাবি, হঠাৎই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাকেশের সঙ্গে। এরপর এক অপরিচিত নম্বর থেকে রাকেশ ফোন করে জানায়, তাকে জোর করে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। এরপর থেকে পরিবারের উদ্বেগ আরও বেড়েছে।
কীভাবে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিলেন রাকেশ?
জানা গিয়েছে, গত ৭ আগস্ট সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য রাশিয়া পৌঁছান রাকেশ। কয়েকদিন পরই তিনি পরিবারকে জানান, পরিস্থিতি প্রত্যাশার মতো নয়। রাকেশের দাদা দীপু মৌর্য বলেন, ‘গত ৩০ আগস্ট শেষবার ভাইয়ের সঙ্গে কথা হয়। রাকেশ জানায়, তাকে জোর করে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।’ পরে সেনার পোশাকে রাকেশের একটি ছবি পরিবারে কাছে আসে। তারপর থেকেই আতঙ্ক আরও বাড়ে।
পরে এক অপরিচিত নম্বর থেকে রাকেশ সংক্ষিপ্ত সময়ের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। সে জানায়, তার পাসপোর্ট ও অন্যান্য জরুরি নথি কেড়ে নেওয়া হয়েছে এবং সমস্ত অফিশিয়াল ইমেল মুছে ফেলা হয়েছে। ডনবাসে সেনা প্রশিক্ষণের পর তাকে সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলেও জানায় রাকেশ।
পরিবার তাদের ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাসে অন্তত ২০ জন ভারতীয় নাগরিককে এভাবে রুশ-ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।