হুগলিতে ২৫ বিঘার পুকুরে বিষ, ১০ লক্ষাধিক টাকার মাছের মৃত্যুতে মাথায় হাত মাছ চাষীর! কে ঘটিয়েছে এমন কাণ্ড? – এবেলা

এবেলা ডেস্কঃ
হুগলির মগড়ার একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এর ফলে এক মাছ চাষীর মাথায় হাত। পুজোর ঠিক মুখে এমন ভয়ঙ্কর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে হুগলি জেলার মগড়ার চন্দ্রহাটি ১ গ্রাম পঞ্চায়েতের বিষপাড়া এলাকায়। অভিযোগ, গতকাল সন্ধ্যায় একটি ২৫ বিঘার বিশাল পুকুরে কে বা কারা বিষ মিশিয়ে দেয়। এর জেরে রুই, কাতলা, মৃগেল, বাটা সহ নানা প্রজাতির বিপুল পরিমাণ মাছ মরে ভেসে ওঠে। মাছ চাষীর দাবি, প্রায় ছয় টন মাছ মারা গেছে, যার বাজার মূল্য ১০ থেকে ১২ লক্ষ টাকা।
বলাগড় ডুমুরদহ নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর তারা মালিক কলোনির বাসিন্দা অচিন্ত্য বিশ্বাস গত তিন বছর ধরে লিজ নিয়ে এই পুকুরে মাছ চাষ করছিলেন। মাছ পাহারা দেওয়ার জন্য লোকও রাখা ছিল। গতকাল রাতে সেই পাহারাদারই তাকে ফোন করে জানান যে পুকুরে মাছ ভাসছে।
মাছ চাষী অচিন্ত্য বিশ্বাস জানান, “সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত আমি নিজেই পুকুরে ছিলাম। সাড়ে সাতটা নাগাদ পাহারাদার সেখানে যান। এর পরই তিনি আমাকে মাছ মরে ভেসে ওঠার খবর দেন। আমার কারও সঙ্গে কোনও শত্রুতা নেই। কেন এমন হলো জানি না।” খবর পেয়ে দ্রুত মগড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে।
প্রসঙ্গত, এর আগে জলপাইগুড়িতেও তিস্তা নদীতে বিষ প্রয়োগে মাছের মড়ক লেগেছিল। সেসময়ও ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন স্থানীয় মাছ ব্যবসায়ীরা। প্রশ্ন উঠছে, এমন নৃশংস কাণ্ডের নেপথ্যে কারা? ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ? তদন্তের পরই জানা যাবে আসল সত্য।