EPF ATM Card: আর কত অপেক্ষা? টাকা তোলার সুবিধা নিয়ে বড় আপডেট – এবেলা

এবেলা ডেস্কঃ
কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (EPFO) গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর! দীর্ঘদিন ধরে বহু প্রতীক্ষিত ইপিএফ এটিএম কার্ড পরিষেবা চালু হওয়ার পথে সামান্য দেরি হতে পারে। আগামী মাসেই এই সুবিধার জন্য ইপিএফও-এর অছি পরিষদের অনুমোদন মিললেও, কার্ড হাতে পেতে এবং এটিএম থেকে টাকা তোলার সুবিধা পেতে সম্ভবত এই বছরটি কেটে যাবে।
সূত্রের খবর অনুযায়ী, আগামী বছর অর্থাৎ জানুয়ারি মাসের একেবারে গোড়ায় পিএফের এই এটিএম কার্ড পরিষেবা চালু করা হতে পারে। তার মানে, এই দীপাবলির উৎসবের আগেই এই পরিষেবার জন্য সবুজ সংকেত দেওয়া হলেও, এটিএম থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের আরও অন্তত দু’মাস অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত, আগামী ১১ ও ১২ অক্টোবর বেঙ্গালুরুতে ইপিএফও অছি পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক বসছে। দীপাবলির দিনদশেক আগেই এই বৈঠকে মাসে কর্মী পিএফের ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধি নিয়ে সিদ্ধান্তের পাশাপাশি, ইপিএফের এটিএম কার্ড পরিষেবারও অনুমোদন দেওয়া হতে পারে। এই খবরে ইপিএফ গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে—অনুমোদনের খুশিতেও সুবিধাটি পেতে আরও কিছুটা অপেক্ষা করার আশঙ্কা।