বিপজ্জনক সুপার টাইফুন রাগাসা! তাইওয়ানে ধ্বংসলীলার পর চিনে কী হতে চলেছে – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণ চিন সাগর থেকে উঠে আসা সুপার টাইফুন ‘রাগাসা’ বর্তমানে গোটা বিশ্বের উদ্বেগের কারণ। তাইওয়ানে ব্যাপক তাণ্ডব চালানোর পর এই ঘূর্ণিঝড় এখন আছড়ে পড়েছে দক্ষিণ চিনের উপকূলে। এর বিধ্বংসী ক্ষমতা দেখে চিনা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই গুয়াংডং প্রদেশ থেকে প্রায় দুই মিলিয়ন মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রাগাসার সম্ভাব্য ধ্বংসলীলা এড়াতে স্কুল, কলেজ এবং বহু বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, চলতি বছরের ঘূর্ণিঝড়গুলোর মধ্যে রাগাসা সবচেয়ে শক্তিশালী, যার কারণে স্থানীয় বাসিন্দারা কার্যত আতঙ্কিত।
চিনে প্রবেশের আগে তাইওয়ানে ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটিয়েছে এই টাইফুন, যেখানে ১৫ জনের মৃত্যু এবং কমপক্ষে ১২৪ জন নিখোঁজ রয়েছেন। ঝড়ের তাণ্ডবে অসংখ্য ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। ফিলিপিন্সেও রাগাসা ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। বর্তমানে রাগাসার প্রভাব হংকংয়েও পড়তে শুরু করেছে, যেখানে ঝোড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গুয়াংডং উপকূলে এর গতিবেগ ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার হতে পারে, যা আরও বড় বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি করছে।