পুজোর আগেই বড় আশঙ্কা! বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ কি ভাসাবে দক্ষিণবঙ্গ? আজ ও কালকের পূর্বাভাস জানুন – এবেলা

এবেলা ডেস্কঃ
শুক্রবার চতুর্থীর সকালেও আকাশ ঝলমলে, কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। পুজোর আনন্দ মাটি করে দেওয়ার মতো শক্তি কি এই সিস্টেমে আছে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগের নিম্নচাপের মতো এবারেরটির প্রভাব ততটা তীব্র হবে না, তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
নিম্নচাপের অবস্থান ও গতিপথ
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারের মধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি ঘনীভূত হবে। এর অবস্থান থাকবে মূলত দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন এলাকায়। শনিবার সকালে এটি ওড়িশা-অন্ধ্র উপকূল দিয়েই স্থলভাগে প্রবেশ করবে। আগের নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উপকূলের খুব কাছ দিয়ে যাওয়ায় রাজ্যে বৃষ্টির পরিমাণ বেশি ছিল। কিন্তু, নতুন নিম্নচাপটি আরও দক্ষিণে থাকায় বাংলায় এর প্রত্যক্ষ প্রভাব কিছুটা কম পড়বে।
আজ চতুর্থী ও কাল পঞ্চমীতে কোথায় কতটা বৃষ্টি?
- শুক্রবার চতুর্থী: আজ সকাল থেকেই মেঘ-রোদের লুকোচুরি চললেও, নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে দক্ষিণ ২৪ পরগনায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি।
- শনিবার পঞ্চমী: এই দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া ও কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সপ্তমী পর্যন্ত চলবে বৃষ্টির ভ্রূকুটি
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আপাতত সপ্তমী পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি থাকছে। মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে এই সময়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তারপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। তবে এই নিম্নচাপ শেষ পর্যন্ত পুজোমণ্ডপে কেমন প্রভাব ফেলে, সেই দিকেই এখন সকলের নজর।