কলেজের ডিরেক্টরই ‘যৌন ক্ষিদে’ মেটাতে ছাত্রীদের পাঠাতেন কুপ্রস্তাব কী হতো রাত বাড়লেই – এবেলা

এবেলা ডেস্কঃ
এক স্বঘোষিত ধর্মগুরু! দিনের আলোয় যিনি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের ডিরেক্টর, রাত বাড়লেই তাঁর রূপ পাল্টে যেত। কলেজের নাবালিকা ছাত্রীদের কাছে যেত অশালীন মেসেজ। সেই কুপ্রস্তাবে সাড়া না দিলেই চলত অত্যাচারের হুমকি। দীর্ঘদিন ধরে বহু ছাত্রী এই যৌন হেনস্থার শিকার হওয়ার পর অবশেষে পুলিশের দ্বারস্থ হলে অভিযুক্ত বাবাজি গা ঢাকা দিয়েছেন।
দিল্লির বসন্তকুঞ্জ উত্তর থানায় স্বামী চৈতন্যানন্দ সরস্বতী নামে এই ধর্মগুরুর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন মোট ১৭ জন তরুণী। অভিযোগের ভিত্তিতে আশ্রমে তল্লাশি চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করেছে বিলাসবহুল গাড়ি, সিসিটিভি ফুটেজের হার্ডডিস্ক এবং ৫০-৬০ লক্ষ টাকা নগদ। এই অভিযুক্তকে কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই বরখাস্ত করেছে। জানা যাচ্ছে, চৈতন্যানন্দ একজন দাগি অপরাধী। এর আগেও ২০০৯ ও ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে প্রতারণা ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল। সর্বশেষ লোকেশন আগ্রায় দেখা গেলেও এখনও অধরা তিনি। প্রশ্ন উঠছে, এমন ইতিহাস থাকা সত্ত্বেও তাঁকে কেন কলেজের ডিরেক্টর পদে বসানো হয়েছিল।