ট্রাম্পের সঙ্গে গোপনে বৈঠক! হোয়াইট হাউসে কেন গেলেন শাহবাজ-মুনির? – এবেলা

এবেলা ডেস্কঃ
হোয়াইট হাউস: হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। এই আকস্মিক বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। এরই মধ্যে হোয়াইট হাউসের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর এই বৈঠক ঘিরে কৌতূহল বাড়ছে। বৈঠকে শাহবাজের সঙ্গে ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। মার্কিন উপ-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও এই সময় উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য চুক্তি, আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। তবে নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে পাক নেতৃত্বের এই হঠাৎ বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।