অমিত শাহ কালীঘাট ছাড়তেই আচমকা চিৎকার! ‘জয় বাংলা’ স্লোগানে কী ঘটল? – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: রাজনৈতিক কর্মসূচিতে ‘স্লোগান-যুদ্ধের’ ঘটনা রাজ্যে নতুন নয়। তৃণমূল কংগ্রেসের হেভিওয়েটদের সামনে ‘জয় শ্রীরাম’ আর বিজেপি-র শীর্ষ নেতাদের সামনে ‘জয় বাংলা’ ধ্বনি এখন যেন এক পরিচিত দৃশ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী—কেউই এই অভিজ্ঞতা থেকে বাদ যাননি। এই ধরনের স্লোগান তরজা বহু সময়ই নেতা-নেত্রীদের মেজাজ হারানোর কারণ হয়ে দাঁড়ায়। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে।
বৃহস্পতিবার রাজ্যে এসে সন্তোষমিত্র স্কোয়ার ও ইজ়েটসিসিতে দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধন করেন অমিত শাহ। এরপর তিনি পুজো দিতে যান কালীঘাট মন্দিরে। মন্দির থেকে বেরিয়ে আসার সময় ঘটে এই অপ্রত্যাশিত ঘটনা।
সূত্রের খবর, কালীঘাট মন্দির থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বের হওয়ার ঠিক পরেই পেছন থেকে আচমকা কয়েকজন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ওঠে। তবে বিষয়টি বুঝে ওঠার আগেই স্লোগান দেওয়া যুবকরা দ্রুত ভিড়ের মধ্যে মিশে যায়।
যদিও এই ঘটনার দায় সম্পূর্ণভাবে অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ৮৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় পালটা অভিযোগের সুরে বলেন, “ওদেরই লোক এসব করেছে। আমাদের লোক এই ধরনের কাজ করবে না। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাসী নই।” অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য দাবি করেন, “অমিত শাহের ফ্লেক্স ছেঁড়া হয়েছে। এমনকি, সকালবেলা ‘জয় বাংলা’ লেখা পোস্টারও লাগানো হয়েছে।”
প্রসঙ্গত, এর আগে কেন্দ্রের একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হলে তিনি প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেই সময় জনতাকে থামানোর চেষ্টা করলেও মুখ্যমন্ত্রীর গম্ভীর মুখে তাঁর অস্বস্তি স্পষ্ট হয়ে ওঠে। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ডানকুনি টোলপ্লাজার কাছে একবার কালো পতাকা দেখানো হয় এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়।