অসহ্য ভোগান্তি! যতীন দাস পার্কে মেট্রো লাইনে ঝাঁপ, ব্লু লাইনে কী ঘটল – এবেলা

এবেলা ডেস্কঃ
শুক্রবার দুপুরে ফের ব্যাহত হলো কলকাতা মেট্রোর ব্লু লাইন পরিষেবা। দুপুর প্রায় দেড়টা নাগাদ যতীন দাস পার্ক স্টেশনে এক মধ্যবয়স্ক ব্যক্তি মেট্রো লাইনে ঝাঁপ দেওয়ায় থমকে যায় ট্রেন চলাচল। চালকের তৎপরতায় দ্রুত মেট্রো থামানো সম্ভব হলেও, তাঁকে উদ্ধারের জন্য দীর্ঘক্ষণ পাওয়ার ব্লক রাখতে হয় লাইনে। এই ঘটনার জেরে ব্যস্ত দুপুরে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণে ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হয়। তবে, দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। আচমকা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অফিস ফেরত এবং অন্যান্য যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে গিয়ে হতাশ হন। মেট্রো কখন পুরোপুরি স্বাভাবিক হবে, সেই অপেক্ষায় স্টেশনে আটকে থাকেন বহু মানুষ।