শক্তিশালী নিম্নচাপের থাবা দুর্গাপুজোয় কী হবে বাংলার ভাগ্য রোদ নাকি বৃষ্টি – এবেলা

এবেলা ডেস্কঃ

মহালয়ার পর থেকে তৃতীয়া পর্যন্ত দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন দেবীপক্ষ দেখলেও, চতুর্থীর সকালে এল এক বড় অশনি সংকেত। যখন পুরোদমে দুর্গোৎসবের আমেজ শুরু হতে চলেছে, ঠিক তখনই সাগরে নতুন করে সৃষ্টি হয়েছে একটি শক্তিশালী নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের এই খবরে ফের একবার মনে পড়ছে সোমবার রাতের টানা বর্ষণ ও দুর্ভোগের স্মৃতি। এই নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে শনির সকালে স্থলভাগে প্রবেশ করবে ও ওড়িশা-অন্ধ্রপ্রদেশের উপকূলে তাণ্ডব চালাবে। তবে এর প্রভাব বঙ্গে কতটা পড়বে, তা নিয়েই বাড়ছে উদ্বেগ

আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকায় এদিন সকাল থেকে রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও, নতুন নিম্নচাপের প্রভাবে ২৬ তারিখ রাত থেকে ২৮ তারিখ সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে এর সবচেয়ে বেশি প্রভাব থাকবে। আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে, সঙ্গে চলবে বৃষ্টি। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাই বর্ষণমুখর থাকার সম্ভাবনা। যদিও সোমবার রাতের মতো ভয়াবহ পরিস্থিতি হওয়ার আশঙ্কা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *