সাঁতার কাটতে ডেকেছিলেন যিনি, জুবিনের মৃত্যুতে প্রথম গ্রেফতার সেই শেখর – এবেলা

এবেলা ডেস্কঃ
জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ-এর রহস্যজনক মৃত্যুতে প্রথম গ্রেফতার হলেন তাঁর সঙ্গী শেখর গোস্বামী। আসাম সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) বৃহস্পতিবার গুয়াহাটির জালুকবাড়ির বাড়ি থেকে ড্রামিস্ট শেখরজ্যোতি গোস্বামীকে গ্রেফতার করে। জুবিনকে স্কুবা ডাইভিংয়ের জন্য তিনিই আমন্ত্রণ জানিয়েছিলেন বলে অভিযোগ। জাতীয় নারী বাহিনীর দায়ের করা এফআইআর-এ শেখরসহ আরও কয়েকজনের নাম ছিল।
সিঙ্গাপুরে কনসার্টে গিয়ে ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় জুবিনের। সূত্রের খবর, তিনি নাকি উৎসবে যোগ দিতে চাননি, তাঁকে কার্যত জোর করা হয়েছিল। এই ঘটনার তদন্তে সিআইডির বিশেষ ডিজি মুন্না প্রসাদ গুপ্তর নেতৃত্বে ৯ সদস্যের এসআইটি গঠিত হয়েছে। সিঙ্গাপুরে প্রাথমিক ময়নাতদন্ত হলেও, মরদেহ দেশে ফেরার পর আসাম সরকার দ্বিতীয়বার ময়নাতদন্ত করায় এবং ভিসেরা পরীক্ষার জন্য দিল্লিতে পাঠানো হয়।