ট্রাম্পের সঙ্গে বৈঠকে শাহবাজ-মুনির, ৩০ মিনিট অপেক্ষার কারণ কী? – এবেলা

এবেলা ডেস্কঃ
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর সঙ্গে ছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। ২০১৯ সালের পর এই প্রথম কোনও পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ায় জল্পনা তুঙ্গে। পহেলগাঁও হামলার রেশ এবং ভারত-আমেরিকা শুল্কযুদ্ধের মধ্যেই এই বৈঠক আন্তর্জাতিক মহলে তাৎপর্যপূর্ণ। রুদ্ধদ্বার বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, নিরাপত্তা ও আফগানিস্তান-সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
তবে এই উচ্চপর্যায়ের বৈঠকের সময়সূচি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও, প্রশাসনিক কাজকর্মে ব্যস্ত থাকায় ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য শাহবাজ ও মুনিরকে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়। এরপর সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। বৈঠকের আগেই ট্রাম্প শাহবাজ শরিফকে ‘মহান নেতা’ এবং মুনিরকে ‘দারুণ মানুষ’ হিসেবে প্রশংসা করেন। হোয়াইট হাউস বৈঠকের বিস্তারিত তথ্য না দেওয়ায় এবং এমন আচমকা রুদ্ধদ্বার বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে নানা বিশ্লেষণ শুরু হয়েছে।