এশিয়া কাপ ফাইনালের আগে ভারতের দুশ্চিন্তা বাড়ালো শ্রীলঙ্কা! সুপার ওভারে জয় পেলেও বোলিং নিয়ে প্রশ্ন – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৫ এশিয়া কাপের সুপার ফোরের নিয়মরক্ষার শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারাল ভারত। প্রথম ইনিংসে রোহিত শর্মার দল ২০২ রানের পাহাড় গড়েও, ওপেনার পাথুম নিশাঙ্কার (১০০) দুর্দান্ত সেঞ্চুরি এবং কুশল পেরেরা (৫৮)-র ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচের ভাগ্য সুপার ওভারে গড়ায়। এই জয় ভারতকে স্বস্তি দিলেও, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মেগা ফাইনালের আগে ভারতীয় বোলারদের দুর্বলতা স্পষ্ট করে দিল শ্রীলঙ্কা। ২০০-এর বেশি রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা যে লড়াই দেখাল, তা নিঃসন্দেহে ফাইনালের আগে ভারত শিবিরে উদ্বেগের কারণ।

ভারতের ব্যাটিংয়ে সঞ্জু স্যামসন ও তিলক বর্মার পারফরম্যান্স আশার আলো দেখালেও, বোলাররা এদিন মোটেও প্রভাব ফেলতে পারেননি। কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর মতো বোলার, যাঁরা আগের ম্যাচগুলিতে সফল হয়েছিলেন, তাঁরাও রান দেওয়ায় পিছিয়ে ছিলেন না। যাপস্পিত বুমরাহ না খেললেও, অর্শদীপ সিং ৪ ওভারে ৪৬ রান দেন। অ্যাক্সার প্যাটেলও উইকেটশূন্য থাকেন। এই টানটান লড়াইয়ের পর, আগামী রবিবার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালের আগে বোলিং বিভাগকে আরও ধারালো করতে হবে মেন ইন ব্লু-কে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *