কল্যাণী কি এবার কলকাতাকে টেক্কা দিল? পুজোয় মণ্ডপে মণ্ডপে কেন এত ভিড়! – এবেলা
September 27, 2025

এবেলা ডেস্কঃ
বৃষ্টির বাধা সত্ত্বেও দুর্গাপূজায় দর্শনার্থীদের ঢল নেমেছে কল্যাণীর মণ্ডপগুলিতে, যা শহরতলি ও গ্রাম থেকে আসা অনেকের কাছেই কলকাতার বিকল্প গন্তব্য হয়ে উঠেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ড. বিধান রায়ের পরিকল্পিত এই নিরিবিলি শহরে বড় মাঠের সুবিধা নিয়ে তৈরি হচ্ছে বিরাট ও চোখধাঁধানো পুজো মণ্ডপ। কলকাতার তুলনায় কম সময়ে পৌঁছনো এবং সহজে গাড়ি নিয়ে ঘোরার সুযোগ থাকায় কল্যাণী এখন বহু মানুষের নতুন ‘ঠাকুর দেখা’ ডেস্টিনেশন। তবে উদ্যোক্তারা আশা করছেন, সপ্তাহান্তে বৃষ্টি কমলে ভিড়ের সংখ্যা আরও বাড়বে।