উইপ্রোর ‘না’তে নতুন মোড়! ট্র্যাফিক জ্যামে রাস্তা নয়, এবার বৈজ্ঞানিক সমাধানের প্রস্তাব – এবেলা
September 27, 2025

এবেলা ডেস্কঃ
বেঙ্গালুরুর তীব্র যানজট নিরসনে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সেই নজিরবিহীন অনুরোধ সরাসরি খারিজ করে দিলেন উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি। সারজাপুর ক্যাম্পাস সাধারণের চলাচলের জন্য খুলে দিতে রাজি নন তিনি। কড়া অ্যাক্সেস কন্ট্রোল ও কঠোর আইনযুক্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) হওয়ার কারণেই এই বেসরকারি সম্পত্তিকে জনসাধারণের রাস্তা হিসেবে ব্যবহার করা সম্ভব নয় বলে উইপ্রো যুক্তি দিয়েছে। তবে সাময়িক সমাধানের পথে না হেঁটে উইপ্রো এই সমস্যার বৈজ্ঞানিক ও স্থায়ী সমাধানের জন্য বিশেষজ্ঞ দল নিয়োগ এবং তার খরচ বহনের প্রস্তাব দিয়ে সরকারের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রেমজি।