১ অক্টোবর থেকে আধার আপডেট: বাড়ল খরচ, বদলাচ্ছে কোন পরিষেবাগুলির দাম? – এবেলা
September 27, 2025

এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকার আধার কার্ড আপডেটের খরচ বৃদ্ধি করেছে, যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে। উৎসবের মরশুমে এই সিদ্ধান্তে ঠিকানা বা ফোন নম্বর বদলের মতো ডেমোগ্রাফিক তথ্যের আপডেট খরচ ২৫% থেকে ৫০% পর্যন্ত বাড়ল। এখন যে পরিষেবাগুলির জন্য ১০০ টাকা নেওয়া হত, তা বেড়ে হবে ১২৫ টাকা, এবং ৫০ টাকার আপডেটগুলি করতে লাগবে ৭৫ টাকা। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, বায়োমেট্রিক আপডেটের জন্য লাগবে ১২৫ টাকা এবং নাম, ঠিকানা, জন্ম তারিখ বা মোবাইল নম্বর পরিবর্তনের জন্য দিতে হবে ৭৫ টাকা।