অভিনেত্রী সুদীপা চ্যাটার্জীর নরক দর্শন! ১৫ দিনে ১টি মৃত্যু, টালিগঞ্জে ‘বক্সের ভেতর নাড়িভুঁড়ি’ দেখেই শিউরে উঠবেন – এবেলা
October 12, 2025

এবেলা ডেস্কঃ
অভিনেত্রী সুদীপা চ্যাটার্জী টালিগঞ্জের চন্ডী ঘোষ রোডের এক বাড়িতে পোষ্যদের ওপর অকথ্য অত্যাচারের অভিযোগ আনলেন। নিজের পার্সিয়ান বিড়ালকে হারিয়ে পুলিশকে ঘটনার কথা জানান তিনি। সুদীপার দাবি, ১৫ দিন অন্তর একটি করে অবলা প্রাণী মারা যেত এবং বক্সের মধ্যে নাড়িভুঁড়ি দেখেছেন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।