মিথালি রাজ-কল্পনার নামে স্টেডিয়ামের গেট-স্ট্যান্ড! বিশাখাপত্তনমে বড় সম্মান দুই কিংবদন্তিকে, কেন হলো এমন? – এবেলা
October 12, 2025

এবেলা ডেস্কঃ
বিশাখাপত্তনমের ওয়াইএস. রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ ও রবি কল্পনার নামে স্ট্যান্ড এবং গেটের আনুষ্ঠানিক উন্মোচন করা হলো। আইসিসি চেয়ারম্যান জয় শাহের উপস্থিতিতে এই সম্মান জানান অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভারতীয় ক্রিকেটে তাঁদের অনস্বীকার্য অবদানকে শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ।