কালীপুজোর রাতে তাণ্ডব শব্দদানবের, গ্রেফতার ও জরিমানা কতজনের? – এবেলা
October 21, 2025

এবেলা ডেস্কঃ
কালীপুজোর রাতে শহরে ট্র্যাফিক আইন অমান্য ও শব্দবাজির তাণ্ডবে কঠোর পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। মদ্যপান করে গাড়ি চালানোয় ৯৯ জন এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে ১১৬ জনকে আটক করা হয়েছে। হেলমেট না পরায় ৩৩১ জনকে জরিমানা করা হয়। এছাড়া, ৮৫২ কেজি বাজি বাজেয়াপ্ত করে মোট ৪৫১ জনকে আটক করা হয়েছে। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বাইপাসসহ বহু এলাকায় শব্দের মাত্রা ৮০ ডেসিবেলের সীমা ছাড়িয়ে যায়।