নীতি সাধারণের জন্য? হিজাব-বিরোধী ইরানে স্ট্র্যাপলেস গাউনে খামেনেই ঘনিষ্ঠের মেয়ের বিয়ে – এবেলা

এবেলা ডেস্কঃ

কট্টর ইসলামিক অনুশাসন ও বাধ্যতামূলক হিজাবের দেশ ইরানে সম্পূর্ণ ভিন্ন চিত্র। সুপ্রিম লিডার খামেনেই ঘনিষ্ঠ শীর্ষ কর্মকর্তা আলি শামখানির মেয়ের বিয়েতে নববধূকে দেখা গেল স্ট্র্যাপলেস ওয়েডিং গাউনে। লো-কাট পোশাকে বাবা শামখানিকেও মেয়ের পাশে দেখা গিয়েছে। হিজাব-বিরোধীদের কঠোর দমনপীড়নের পক্ষে থাকা এই কর্মকর্তার মেয়ের বিয়ের ভিডিও ভাইরাল হতেই শাসকগোষ্ঠীর ভণ্ডামি নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *