রেকর্ড বইয়ে ওয়েস্ট ইন্ডিজ! ওডিআইতে পুরো ৫০ ওভার স্পিন বোলিং – এবেলা
October 21, 2025

এবেলা ডেস্কঃ
বাংলাদেশের বিপক্ষে ঢাকা ওয়ানডেতে বিশ্ব রেকর্ড গড়ল রস্টন চেজের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তারা প্রথম দল হিসেবে নিজেদের পুরো ৫০ ওভারের ইনিংসে শুধুমাত্র স্পিনারদের দিয়ে বোলিং করাল। মন্থর পিচে স্পিনাররা দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে ৭ উইকেটে ২১৩ রানে বেঁধে দেয়। গুডাকেশ মোতি ৩টি এবং আকিল হোসেইন ও অ্যালিক অ্যাথানাজে ২টি করে উইকেট পান।