দিওয়ালির বোনাস ১১০০ টাকা! রেগে গিয়ে টোল গেট খুলে দিলেন কর্মীরা, বিনা টোলে পার হল হাজারো গাড়ি – এবেলা
October 21, 2025

এবেলা ডেস্কঃ
দীপাবলির সামান্য বোনাস নিয়ে অসন্তোষের জেরে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের টোল কর্মীরা সোমবার ধর্মঘট করেন। ফতেহাবাদের টোল প্লাজার ২১ জন কর্মী মাত্র ১১০০ টাকা বোনাস পাওয়ায় সমস্ত গেট খুলে দেন। ফলে প্রায় দুই ঘণ্টা হাজার হাজার গাড়ি বিনা টোলে পারাপার হয়। পরে কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে ১০ শতাংশ বেতন বৃদ্ধির আশ্বাসে কর্মীরা কাজ শুরু করেন।