মৃত্যুর খবর গোপন ছিল শেষকৃত্য না হওয়া পর্যন্ত! কেন এমন করলেন প্রয়াত অভিনেতা আসরানির স্ত্রী? – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বলিউডকে বিনোদন দেওয়া কিংবদন্তি কৌতুকাভিনেতা গোবর্ধন আসরানির প্রয়াণে শোকস্তব্ধ অভিনয় জগৎ। গত সোমবার দীপাবলির দিন জুহুর আরোগ্য নিধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্যজনিত সমস্যার কারণে গত পাঁচ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
তবে, তাঁর মৃত্যু সংবাদ প্রকাশ করা হয় শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর। জানা গিয়েছে, এটি অভিনেতারই শেষ ইচ্ছা ছিল। পারিবারিক সূত্রে খবর, আসরানি তাঁর স্ত্রী মঞ্জুকে জানিয়ে গিয়েছিলেন যে, তাঁর শেষকৃত্যে যেন পরিবার ছাড়া অন্য কেউ উপস্থিত না থাকেন। অভিনেতার সেই শেষ ইচ্ছাকে সম্মান জানিয়েই ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে সান্তাক্রুজ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। অভিনেতার ম্যানেজার বাবু ভাই থিবা এই খবর নিশ্চিত করে জানান, “আসরানি আজ বিকেল ৩টের সময় জুহুর আরোগ্য নিধি হাসপাতালে মারা গেছেন। তাঁর পরিবারে স্ত্রী, বোন এবং ভাগ্নে রয়েছেন।”
এদিকে, প্রবীণ অভিনেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স-এ (পূর্বে টুইটার) একটি পোস্টে তিনি আসরানির অবদান স্মরণ করে বলেন, “শ্রী গোবর্ধন আসরানি জির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন প্রতিভাবান বিনোদনকারী এবং সত্যিকারের বহুমুখী শিল্পী হিসেবে তিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের বিনোদন দিয়েছেন। তিনি তাঁর অবিস্মরণীয় অভিনয়ের মাধ্যমে অগণিত মানুষের জীবনে আনন্দ এবং হাসি যোগ করেছেন।”
প্রসঙ্গত, আসরানির অভিনীত শেষ দুটি ছবি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, ঋষি কাপুর থেকে অক্ষয় কুমার— একাধিক তারকার সঙ্গে কাজ করেছেন এই জনপ্রিয় শিল্পী।