ট্রেনের কম্বলে এবার রাজস্থানি শিল্পকলা! সাঙ্গানেরি প্রিন্টে বদল আসছে রেলযাত্রায় – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে এবার ট্রেনের এসি কামরার কম্বল কভারে যুক্ত হচ্ছে ভারতীয় ঐতিহ্য। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষণা অনুযায়ী, জয়পুর-আমেদাবাদ এক্সপ্রেসে প্রথমবার চালু হলো বিশেষ সাঙ্গানেরি প্রিন্টের কভার। রাজস্থানের জয়পুরের কাছে সাঙ্গানেরের এই বিখ্যাত, আরামদায়ক ও আভিজাত্যের প্রতীক প্রিন্ট ব্যবহার করে কম্বলের পরিচ্ছন্নতা নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগের সুরাহা করা হবে।