দীপাবলির রাতে ভয়ঙ্কর কাণ্ড! নর্দমা পরিষ্কার নিয়ে ঝগড়া, গ্রেটার নয়ডায় গুলি করে জোড়া খুন – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
দীপাবলির রাতে গ্রেটার নয়ডার সাথলি গ্রামে নর্দমা পরিষ্কার করা নিয়ে দু’পক্ষের বচসা চরম আকার নেয়। এর জেরে স্থানীয় কয়েক জন যুবক গুলি চালিয়ে ৫৫ বছরের এক ব্যক্তি ও তাঁর ২১ বছরের ভাইপোকে খুন করে। নিহতদের নাম অজয়পাল ভাটি ও দীপাংশু ভাটি। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত প্রিন্স ভাটি, ববি ও মনোজ নগরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং কয়েক জন অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।