এআই-এর অপব্যবহার বন্ধ হবে দিল্লি হাইকোর্টে কুমার শানুর বড় জয় – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
বলিউডের ‘মেলোডি কিং’ কুমার শানুর নাম, ছবি, কণ্ঠস্বর বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি তাঁর অনুমতি ছাড়া বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা যাবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার করে অনলাইনে তাঁর ব্যক্তিসত্তার নকল ও বিকৃতি রুখতে গায়কের দায়ের করা মামলায় এই নির্দেশ জারি করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি মনমিত প্রীতম সিং অরোরার নির্দেশে গুগল, মেটা, ফ্লিপকার্ট-সহ সব সংস্থাকে অবিলম্বে ভুয়ো কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। শিল্পী হিসেবে তাঁর ‘পার্সোনালিটি রাইটস’ সুরক্ষিত রাখার অধিকারকেই মান্যতা দিয়েছে আদালত।