চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকি উলুবেড়িয়ায়, পুলিশের পরিচয়ে হেনস্থাকারী হোমগার্ড গ্রেফতার – এবেলা

এবেলা ডেস্কঃ
উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কালীপূজার রাতে এক মহিলা চিকিৎসককে হেনস্থা ও শারীরিক নিগ্রহের অভিযোগে এক হোমগার্ডকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পুলিশের ভুয়ো পরিচয় দিয়ে এই কাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, রোগী দেখাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ, ওই হোমগার্ড মহিলা চিকিৎসকের ওপর চড়াও হয়, তাঁকে মারধর করে এবং বাধা দিলে ধর্ষণের হুমকিও দেয়। অভিযোগকারিণী তরুণীর দাবি, ঘটনার সময় হাসপাতালে কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না এবং সাহায্য চেয়েও কাউকে পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। তদন্তে জানা যায়, ধৃত ব্যক্তি মিথ্যা পরিচয় দিয়ে ওই চিকিৎসকের সঙ্গে অভব্য আচরণ করেছিল।
এই ঘটনায় হাসপাতালের অভ্যন্তরে মহিলাদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। হাওড়া গ্রামীণ পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তারক্ষীদের অনুপস্থিতিও এই পরিস্থিতিতে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।