পদত্যাগ করে বোমা ফাটালেন সন্দীপ নন্দী! ‘অস্কার কাপুরুষ, ওর কোচিংয়ে আতঙ্কিত ফুটবলাররা’ – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
ইস্ট বেঙ্গলে চরম বিতর্ক! কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে তীব্র মনোমালিন্যের জেরে পদত্যাগ করলেন গোলকিপার কোচ সন্দীপ নন্দী। গোয়ার টিম হোটেল ছেড়ে কলকাতায় ফিরে প্রাক্তন ভারতীয় গোলরক্ষক বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর দাবি, অস্কারের ‘ম্যান ম্যানেজমেন্ট শূন্য’ ও ‘দমবন্ধ পরিবেশে ফুটবলাররা আতঙ্কিত’ থাকায় ক্লাবের সাফল্য পাওয়া কঠিন। শিল্ড ফাইনালে হারের পর তাঁকে প্রকাশ্যে অপমান করার জেরেই এই সিদ্ধান্ত বলে জানান সন্দীপ।