‘স্পর্শ’ কেন সম্পর্কের প্রাণ? বিজ্ঞানীরা বলছেন এই দৈনন্দিন অভ্যাসেই দীর্ঘস্থায়ী হয় প্রেম – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রেম ও দাম্পত্য সম্পর্ক দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে মানসিক ভালোবাসার পাশাপাশি দৈহিক স্পর্শ বা স্নেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই মত মনোবিদ ও সম্পর্ক বিশেষজ্ঞদের। তাদের মতে, শুধু আবেগ নয়, সম্পর্কে উষ্ণতা বজায় রাখতে প্রতিদিন ন্যূনতম শারীরিক অন্তরঙ্গতা জরুরি। এই দৈনন্দিন রোম্যান্টিক মুহূর্তগুলির অনুপস্থিতি সম্পর্ককে ব্যবসায়িক অংশীদারিত্বে পরিণত করতে পারে।

‘টাচ রিসার্চ ইনস্টিটিউট’-এর মনোবিদ টিফানি ফিল্ড এবং কলোরাডো বিশ্ববিদ্যালয়ের পাভেল গোল্ডস্টেইনের গবেষণা অনুযায়ী, ভালোবাসার মানুষের স্পর্শ স্ট্রেস কমাতে এবং শারীরিক ব্যথা উপশমে সহায়তা করে। কিনসে ইনস্টিটিউটের গবেষক হেলেন ফিশারও বলেন, স্পর্শ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যা বন্ধনকে মজবুত করে। বিশেষজ্ঞরা মনে করেন, সম্পর্ককে মজবুত রাখতে দৈনিক একাধিক ‘মিনিংফুল টাচ’-এর প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *