দীপাবলির মঞ্চে ফের মোদীকে ‘টার্গেট’ নিউইয়র্কের মেয়র প্রার্থীর

কুইন্সের একটি হিন্দু মন্দিরে দীপাবলির অনুষ্ঠানে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও নিশানা করলেন নিউইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানি। এর আগে মোদীকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দেওয়ার পর এবার তিনি বলেন, “আমি এমন এক ভারতে বড় হয়েছি যা নানা ধর্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের মিলনের প্রতীক ছিল।” তাঁর অভিযোগ, বর্তমানে প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর দল বিজেপি এমন এক ভারতের কল্পনা করছেন, যেখানে কেবল নির্দিষ্ট শ্রেণির ভারতীয়দেরই স্থান রয়েছে।
মামদানির এই মন্তব্য আন্তর্জাতিক স্তরে আলোচনার জন্ম দিয়েছে। নিউইয়র্কের স্থানীয় নির্বাচনে একজন প্রার্থীর মুখে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কড়া বক্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পেশাদার সাংবাদিকতার মান বজায় রেখে এই সংবেদনশীল মন্তব্যটির প্রাসঙ্গিকতা এবং তথ্যের নির্ভুলতা বজায় রেখে প্রতিবেদনটি পরিবেশিত হল।