এসএসকেএমের ‘অনন্য’ হাসপাতালে কাল থেকে নতুন নিয়ম! আউটডোর হবে রাতেও, জানুন বুকিংয়ের উপায় – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
আগামীকাল, ২২ অক্টোবর বুধবার থেকে এসএসকেএমের বাজেট হাসপাতাল ‘অনন্য’তে চালু হচ্ছে আউটডোর পরিষেবা। দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত তিনটি স্লটে রোগী দেখবেন চিকিৎসকেরা। প্রতিটি স্লটে তিনটি বিভাগের তিনজন করে চিকিৎসক ১০ জন রোগীকে দেখবেন। আউটডোর দেখানোর ফি ধার্য হয়েছে ৩৫০ টাকা। সরাসরি বা একদিন আগে প্রি-বুকিংয়ের মাধ্যমে এই সুবিধা নেওয়া যাবে।