মধ্যপ্রদেশের ঘটনা থেকে শিক্ষা! বাংলার সরকারি ওষুধের মান যাচাইয়ের নির্দেশ স্বাস্থ্যসচিবের – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
মধ্যপ্রদেশের কাফসিরাপ কাণ্ডের জেরে সতর্কতা অবলম্বন করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম রাজ্যের সমস্ত সরকারি ওষুধের ‘এক্সপায়ারি ডেট’ এবং গুণগত মান পরীক্ষার রিপোর্ট যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। সব মেডিকেল কলেজ ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সাতদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এসএমআইএস পোর্টালে তথ্য আপডেটের আগে নির্মাতার পেশ করা এবং নিরপেক্ষ এনএবিএল ল্যাবরেটরির রিপোর্ট যাচাইয়ের উপর জোর দেওয়া হয়েছে।