বিশ্বকাপের সেমিফাইনাল-ফাইনাল এখন ভারতেই! কেন শ্রীলঙ্কার হাত থেকে গেল এই সুযোগ

মহিলাদের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচগুলি কোথায় হবে, তা নিয়ে তৈরি হওয়া সব জল্পনার অবসান ঘটল। সংশয় থাকলেও এখন নিশ্চিত যে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টুর্নামেন্টের আয়োজক হলেও, দুটি সেমিফাইনাল এবং ফাইনাল—এই তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচের সবকটিই এখন ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে। প্রথমে একটি সেমিফাইনালের ভেন্যু ফিক্সড থাকলেও বাকিগুলি নিয়ে অনিশ্চয়তা ছিল।
মূলত পাকিস্তান দলের সেমিফাইনালে ওঠা না-ওঠার উপর নির্ভর করছিল প্রথম সেমিফাইনাল ও ফাইনালের ভাগ্য, যেখানে পাকিস্তান উঠলে ম্যাচ দুটি শ্রীলঙ্কার কলম্বোতে হওয়ার সম্ভাবনা ছিল। তবে পাকিস্তান দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায়, আইসিসি নিশ্চিত করেছে যে প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে এবং দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর নবি মুম্বাইতে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি ২ নভেম্বর নবি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর ফলে শ্রীলঙ্কার আর সেমিফাইনাল বা ফাইনালের আয়োজক হওয়ার সুযোগ রইল না।