জেলের ভিতর ‘ড্রাগ লর্ডের’ জিম! ভাইরাল ভিডিওতে কাঠগড়ায় রায়পুর জেল নিরাপত্তা

রায়পুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলল বিচারাধীন মাদক কারবারি রশিদ আলি ওরফে রাজা বৈজহারের একটি ভাইরাল ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, এনডিপিএস (NDPS) আইনে ধৃত ওই অভিযুক্ত জেলের ১৫ নম্বর ব্যারাকে দিব্যি শরীরচর্চা করছেন এবং বন্ধুদের সঙ্গে সেলফি তুলছেন। এর পাশাপাশি কুখ্যাত অপরাধী রোহিত যাদব ও রাহুল বাল্মীকির সঙ্গে রশিদের সেলফিও প্রকাশ্যে এসেছে। এই ছবি ও ভিডিওগুলি ১৩ থেকে ১৫ অক্টোবরের মধ্যে তোলা বলে মনে করা হচ্ছে, যা জেলের অভ্যন্তরে বন্দিদের অবাধ বিচরণ এবং মোবাইলের বেআইনি ব্যবহারের দিকে ইঙ্গিত করছে।

বিতর্ক বাড়তেই দ্রুত পদক্ষেপ করেছে কারা প্রশাসন। প্রাথমিক তদন্তে জানা যায়, আরেক বিচারাধীন বন্দি শশাঙ্ক চোপড়া মোবাইলটি পাচার করেছিলেন এবং দুই কারারক্ষীর সামনেই এই ঘটনা ঘটেছে। কর্তব্যে চরম গাফিলতির অভিযোগে জেলের সুপারিনটেনডেন্ট দুই কারারক্ষী রাধেলাল খুন্তে ও বিপিন খালখোকে বরখাস্ত করেছেন। এছাড়াও সহকারী জেল সুপারিনটেনডেন্ট সন্দীপ কাশ্যপকেও সাসপেন্ড করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, শুধু নিচুতলার কর্মীদের বরখাস্ত করলেই এই গুরুতর সমস্যার সমাধান হবে না, বরং নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে আরও গভীর তদন্তের প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *