ট্রাম্পের দীপাবলি চমক! প্রদীপ জ্বেলে ‘বন্ধু’ মোদিকে ফোন, কী আলোচনা হলো?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসে দীপাবলি উদযাপন করেছেন এবং এই উপলক্ষে প্রদীপ জ্বালিয়েছেন। উৎসবের এই আবহেই তিনি তাঁর ‘বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে শুভেচ্ছা জানান। ওভাল হাউসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্প বলেন, মোদি তাঁর একজন ‘মহান ব্যক্তি’ এবং ‘ভালো বন্ধু’। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি নিশ্চিত করেন যে, দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে চমৎকার আলোচনা হয়েছে, বিশেষত বাণিজ্য নিয়েই বেশি কথা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মোদিও এক্স হ্যান্ডেলে তাঁকে ধন্যবাদ জানান। মোদি তাঁর পোস্টে লেখেন, এই আলোর উৎসবে দুই মহান গণতান্ত্রিক দেশ যেন বিশ্বকে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আলোকিত করতে পারে এবং একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনে ট্রাম্প প্রশাসনের একাধিক পদস্থ কর্তা এবং ভারতীয়-আমেরিকান শিল্পপতিরাও উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *