প্রাক্তন পুরপ্রধানকে ‘জুতোপেটা’, কাউন্সিলারের ‘পাল্টা মার’ – এবেলা
October 22, 2025

এবেলা ডেস্কঃ
মালবাজার পুরসভার প্রাক্তন পুরপ্রধান স্বপন সাহার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল থেকে বহিষ্কৃত কাউন্সিলর অজয় লোহার ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। অজয়ের অশালীন ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাস্তায় এই মারামারির ঘটনা ঘটে। স্বপনকে ‘জুতোপেটা’ করা হয়েছে বলেও অভিযোগ। যদিও কাউন্সিলর অজয়ের পাল্টা দাবি, ভিডিওটি স্বপন ষড়যন্ত্র করে বানিয়েছেন এবং প্রতিবাদ জানাতে গেলে স্বপন ও তাঁর লোকবল অজয়ের মা-স্ত্রীর গায়ে হাত তোলেন। দু’পক্ষই মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।