৯৩-এ বাবা হলেন ‘অ্যান্টি-এজিং’ বিশেষজ্ঞ, স্ত্রীর বয়স ৩৭! ফিট থাকার রহস্য কী?

বার্ধক্য রোধ বা ‘অ্যান্টি-এজিং’ মেডিসিন বিশেষজ্ঞ জন লিউইন ৯৩ বছর বয়সে ফের বাবা হয়েছেন। তাঁর ৩৭ বছর বয়সি স্ত্রী জেনিন লু জন্ম দিয়েছেন তৃতীয় সন্তানের। ৫৬ বছরের বিশাল বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও এক দশকেরও বেশি সময় ধরে তাঁদের এই ‘আসামবয়সী’ দাম্পত্য জীবনের গল্প ফের একবার শিরোনামে এসেছে। লিউইন যখন ৮২ বছর বয়সে ২৬ বছর বয়সি জেনিনকে বিয়ে করেন, তখন সমাজ তাঁদের সম্পর্ক নিয়ে সমালোচনা করেছিল। কিন্তু সমস্ত জল্পনাকে মিথ্যে প্রমাণ করে তিন সন্তানের বাবা-মা হয়ে এই দম্পতি প্রমাণ করেছেন, সম্পর্কে বয়স নয়, পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসাই আসল।
ডঃ লিউইনের পেশাই হল তারুণ্য ধরে রাখার পরামর্শ দেওয়া, এবং তাঁর ব্যক্তিগত জীবনই যেন তার সবচেয়ে বড় প্রমাণ। ৯৩ বছর বয়সে নতুন সন্তানের মুখ দেখা তাঁর পেশাগত দক্ষতারই প্রতিফলন। যদিও পথে-ঘাটে অনেকে তাঁকে শিশুটির প্রপিতামহ বলে ভুল করেন, কিন্তু এই দম্পতি লোকজনের অবাক চাহনিকে পাত্তা দিতে নারাজ। তাঁরা জানান, এই সন্তানের জন্ম মুহূর্ত তাঁরা একসঙ্গেই উদযাপন করেছেন এবং নিন্দকদের সমস্ত ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণ করে তাঁরা সুখী দাম্পত্য বজায় রেখেছেন।