ঘন ঘন জাতীয় সড়ক বন্ধ! চরম ক্ষুব্ধ সিকিম সরকার, কেন্দ্রীয় সংস্থাকে কড়া চিঠি

পর্যটনের ‘লাইফ লাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক বারবার বন্ধ রাখার জেরে চরম ক্ষোভ প্রকাশ করল সিকিমের পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন দপ্তর। অতিরিক্ত মুখ্য সচিব সিএস রাও সম্প্রতি জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশনকে (এনএইচআইডিসিএল) কড়া ভাষায় চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন যে, ছোটখাটো কাজের জন্যও গুরুত্বপূর্ণ সড়কটি আগাম কোনো ঘোষণা ছাড়াই বন্ধ রাখা হচ্ছে। এর ফলে রাজ্যের পর্যটন-নির্ভর অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়ছে। ঘনঘন যান চলাচল বন্ধের কারণে পর্যটকদের ঘুরপথে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, যা তাঁদের খরচ ও সময় উভয়ই বাড়িয়ে দিচ্ছে।
এই পরিস্থিতিতে সিকিম সরকার অবিলম্বে পর্যটন মরশুমে দিনের বেলায় সড়ক বন্ধ রাখা এড়াতে এনএইচআইডিসিএল-কে নির্দেশ দিয়েছে। যদি বন্ধ করা অনিবার্য হয়, তবে তার সময়সীমা সংক্ষিপ্ত করার পরামর্শ দেওয়া হয়েছে এবং ট্যুর অপারেটরদের আগাম জানানোর ওপর জোর দেওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্য সচিব চিঠিতে আরও পরামর্শ দিয়েছেন যে, রাস্তার অবস্থা, ট্র্যাফিক আপডেট ও মেরামতের সময়সীমা সম্পর্কে তথ্য জানাতে এনএইচআইডিসিএল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বা মোবাইল অ্যাপ তৈরি করুক। রাজ্য সরকারের এই কঠোর অবস্থানে ট্যুর অপারেটর ও পর্যটক মহলও খুশি।